নরসিংদীতে প্রায় পৌনে ৪লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

নরসিংদী প্রতিনিধি :
বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশুমৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে নরসিংদীতে আগামী ১৫ মার্চ ২০২৫ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। এবার জেলায় ৭টি স্থায়ী ও ১হাজার ৭৬৪টি অস্থায়ী কেন্দ্রে মোট ৩ লাখ ৭১ হাজার ৪৬২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
বুধবার বেলা ১১টার দিকে সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান, নরসিংদী সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক শামীম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ওইদিন সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। নরসিংদী জেলায় ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৪২ হাজার ৯০৮ জন এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৩ লাখ ২৮ হাজার ৫৫৪ জন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. তৃষা জাফরীন, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মো. নূরুল ইসলাম, সহসভাপতি মশিউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাবেক সভাপতি মোর্শেদ শাহরীয়ার, সাবেক আহবায়ক মোস্তফা কামাল সরকার সহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ