নরসিংদীতে প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

“সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন” এই স্লাগানকে সামনে রেখে প্রকৃতি ও জীবন ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব নরসিংদী জেলা শাখা। দিনটি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। বুধবার সন্ধ্যায় শহরের নবধারা প্রি-স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ও প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা ড. মশিউর রহমান মৃধা।
প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা মোতাহার হোসেন অনিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক নরসিংদী জেলা শিক্ষা কর্মকর্তা একেএম শাহজাহান, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা হলধর দাস, মঞ্জিল-এ মিল্লাত, শিউলীবাগ বিদ্যাপীঠের অধ্যক্ষ রায়হানা সরকার, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ম্যাচ কমিশনার সরকার ছগির আহম্মেদ, প্রাণতোষ আর্ট স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রাণতোষ দত্ত, কবি পুলক আহমেদ, নারী উদ্যোক্তা খাদিজা বিনতে খোরশেদ, সামাজিক সংগঠন স্বপডানা নরসিংদীর সভাপতি কাজী মোস্তাক হোসেন ও অনির্বাণের সভাপতি মাহমুদুল হাসান প্রমুখ।
আলোচনা সভা শেষে উপস্থিত সবাইকে নিয়ে কেকে কেটে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।