বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে তাওহীদ-ভিত্তিক রাষ্ট্র গঠনে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা ঢাকা অঞ্চলের পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) গঠিত নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত নরসিংদী নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্টিত। নরসিংদীতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার আল্লাহর বিধানেই মানবতার মুক্তি’ নরসিংদী কর্মী সম্মেলনে হেযবুত তওহীদের ইমাম মাধবদীতে ইউপি চেয়ারম্যান মুফতি কাউছার কর্তৃক সাংবাদিক নির্যাতনের বিচার চেয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের নতুন সভাপতি মাখন দাস রোটারী ক্লাব অব মাধবদীর প্রেসিডেন্ট ফজলুল হক ও সেক্রেটারী এমদাদুল হক নির্বাচিত নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা

নরসিংদীতে পৃথক অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ ৪জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নিউজ ফাস্ট বিডি ডটকম / ৫০২
প্রকাশকাল বুধবার, ২ আগস্ট, ২০২৩

নরসিংদীতে পৃথক অভিযানে ৫৮ কেজি গাঁজাসহ ৪জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। নরসিংদী সদর ও শিবপুর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় গাঁজা বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। আজ বুধবার দুপুরে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান, নরসিংদী পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

পুলিশ সুপার জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকারের তত্ত্বাবধানে উপপরিদর্শক সেকেন্দার আলী সংগীয় গোয়েন্দা শাখার একটি টিম নরসিংদী পৌরশহরের কাউরিয়াপাড়াস্থ লঞ্চঘাটের সামনে একটি অভিযান চালায়। এসময় সেখান থেকে ৬ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করে। এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের আরো একটি অভিযানে শিবপুর উপজেলার ইটাখোলা মোড় থেকে ৪২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক আবুল হাসান হাওলাদার সংগীয় একটি টিম এই অভিযান পরিচালনা করেন।
অপরদিকে আরো একটি অভিযানে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নরসিংদী মডেল থানাধীন ভেলানগর মাইক্রোস্ট্যান্ড এর সামনে থেকে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখার একটি টিম। এসময় গাঁজা বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক কবির উদ্দিন সংগীয় একটি টিম এই অভিযান চালান।

বিভিন্ন অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার ফুলবাড়িয়ার মো. ওসমান মিয়ার ছেলে মো. রবিউল (৪৬), একই জেলার বিজয়নগর থানার কামারমোড়া এলাকার মৃত মরছোপ আলীর ছেলে মো. সোহেল মিয়া (৩৫), সদর থানার মজলিশপুরের দারমা এলাকার রসুন মিয়ার ছেলে আলামিন মিয়া (২৮) ও পীরবাড়ি এলাকাহর রমজান মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৩০)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানা ও শিবপুর মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর