নরসিংদীতে পুলিশের ওপেন হাউস ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি : সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও সমাজের বিভিন্ন অপরাধ নির্মূলের লক্ষ্যে নরসিংদীতে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে নরসিংদী সদর থানা প্রাঙ্গণে সদর থানা পুলিশের আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম)। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী,নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন,নরসিংদী আইনজীবী সমিতি সভাপতি এডভোকেট কাজী নাজমুল ইসলাম, ,অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী,জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোতালিব হোসেন পাঠান,ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা, নরসিংদী সদর সার্কেল অফিসার কেএম শহিদুল ইসলাম সোহাগসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন ব্যক্তিবর্গরা।
অনুষ্ঠানে মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন এলাকার সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও জঙ্গিবাদ নির্মূলে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটে এমন ঘটনা ও তথ্য পুলিশকে অবগত করার পাশাপাশি কোনো পুলিশ কর্মকর্তা আইন বহির্ভূত কোনো কাজে জড়িত হলে কিংবা অযথা কাউকে হয়রানী করলে সরাসরি জানানোর জন্য আহ্বান জানা