বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে তাওহীদ-ভিত্তিক রাষ্ট্র গঠনে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা ঢাকা অঞ্চলের পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) গঠিত নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত নরসিংদী নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্টিত। নরসিংদীতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার আল্লাহর বিধানেই মানবতার মুক্তি’ নরসিংদী কর্মী সম্মেলনে হেযবুত তওহীদের ইমাম মাধবদীতে ইউপি চেয়ারম্যান মুফতি কাউছার কর্তৃক সাংবাদিক নির্যাতনের বিচার চেয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের নতুন সভাপতি মাখন দাস রোটারী ক্লাব অব মাধবদীর প্রেসিডেন্ট ফজলুল হক ও সেক্রেটারী এমদাদুল হক নির্বাচিত নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা

নরসিংদীতে তাওহীদ-ভিত্তিক রাষ্ট্র গঠনে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা

নিউজ ফাস্ট বিডি ডটকম / ৭
প্রকাশকাল বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

নরসিংদী জেলা প্রতিনিধি:
তাওহীদ-ভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে গণমাধ্যম কর্মীদের ভূমিকা নিয়ে নরসিংদীতে মতবিনিময় সভার আয়োজন করল হেযবুত তাওহীদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোরআন ও হাদিসের আলোকে রাষ্ট্র পরিচালনা পদ্ধতি প্রণয়নের জন্য জনমত গঠনের উদ্দেশ্যে এই সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১ অক্টোবর ২০২৫) সকাল সাড়ে এগারোটায় নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন হেযবুত তাওহীদ নরসিংদী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক গোলজার হোসেন। সঞ্চালনায় ছিলেন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জিন্নাত আক্তার।
​সভায় বক্তারা দেশের চলমান নৈরাজ্য, লুটপাট, খুন, রাহাজানি, এবং ধর্মীয় ও রাজনৈতিক সহিংসতা—প্রতিরোধে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তাঁরা উল্লেখ করেন যে একটি আধুনিক, তাওহীদ-ভিত্তিক রাষ্ট্র গঠনে হেযবুত তাওহীদের ভূমিকা অপরিসীম।
​বক্তারা গণমাধ্যম কর্মীদের প্রতি স্বাধীন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি, দেশের নাগরিক সমাজকে এই কর্মসূচিতে একতাবদ্ধ হওয়ার জন্য হেযবুত তাওহীদের পতাকাতলে শামিল হওয়ার আহ্বান জানানো হয়।
​মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ঢাকা বিভাগীয় আমির, ডানাব ড. মাহবুর আলম মাহফুজ, হেযবুত তাওহীদের নারী বিষয়ক যুগ্ম সম্পাদক আয়েশা আক্তার,হেযবুত তওহীদের যুগ্ম-সাধারণ সম্পাদক এস, এম, সামসুল হুদা, নারায়নগঞ্জ অঞ্চলের আমির আরিফ উদ্দিন, নরসিংদী জেলা সাংগঠনিক সম্পাদক মো. গোলজার হোসেন,
নরসিংদী প্রেসক্লাবের সাধারণ, সম্পাদক মো. মোবারক হোসেন, বাবু নিবারন চন্দ্র রায়, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম রিপন, সাংবাদিক হলধর দাস, আসাদুল হক পলাশ প্রমূখ।
​​বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় মতবিনিময় করেন।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর