নরসিংদীতে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের টাকা আত্মসাতের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে পরিবহন শ্রমিক ইউনিয়নের ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নরসিংদী জেলা ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কার্যকরী পরিষদ ও সদস্যরা।
মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় সাহেপ্রতাপ মোড়ে নরসিংদী জেলা ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে এ সংবাদ সম্মেলন করেন তারা।

বক্তব্য রাখছেন সভাপতি মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিগত সময়ে নরসিংদী জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ক্ষমতার দাপট দেখিয়ে এককভাবে শ্রমিক ইউনিয়নের ৩ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ সংবাদ সম্মেলনে তুলে ধরেন।
কার্যকরী কমিটির এক সদস্য বলেন, আমরা সাধারণ সম্পাদক জাকির মিদ্দার কাছে শ্রমিক ইউনিয়নের আয়-ব্যায়ের হিসাব টুকুও চাইতে পারিনি। কেউ তার কাছে শ্রমিক ইউনিয়নের আয়-ব্যায়ের হিসেব চাইলে তিনি তাকে তুচ্ছতাচ্ছিল্য করা সহ নানাভাবে হয়রানি ও নাজেহাল করতেন।
আরেক সদস্য বলেন, নরসিংদীর বিশিষ্ট শিল্পপতি আব্দুল কাদির মোল্লা শ্রমিক ইউনিয়নের জন্য ২০ লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন। কিন্তু সেই টাকার কোন হিসেব আজ পর্যন্ত আমরা পাইনি। পুরো টাকা সাধারণ সম্পাদক আত্মসাৎ করেছেন এবং সদস্যদের চাঁদা ও গাড়ি থেকে গড়ে প্রতিদিন আদায় করা ৮/১০ হাজার টাকা সহ কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন
ইউনিয়ন থেকে শ্রমিকদের দুর্ঘটনা, আহত ও মৃত্যু পরবর্তী একটি নির্ধারিত টাকা দেওয়ার কথা থাকলেও তিনি ভূয়া চেক দিয়ে প্রায় অর্ধশত শ্রমিক পরিবারকে হয়রানি করেছেন।
শ্রমিক ইউনিয়নের সভাপতি তার বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ করে আয়-ব্যায়ের হিসেব চাইলে তিনি তাকে মারধর করে শ্রমিক ইউনিয়ন কার্যালয় থেকে বের করে দেন বলে জানান সদস্যরা।
সভাপতি মো. জাহাঙ্গীর আলম ভূঁইয়া তার বিরুদ্ধে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে আদালতে একটি মামলা দায়ের করেন, যা বর্তমানে চলমান রয়েছে।
সাধারণ সম্পাদক তার আধিপত্য বিস্তার করে নরসিংদী জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন অফিসকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন।
শ্রমিকরা জানায়, শ্রমিকদের কষ্টার্জিত টাকা লুটপাট করে তিনি আজ নামিদামি গাড়ি হাঁকিয়ে বেড়ায়। শ্রমিকদের মাথার ঘাম পায়ে ফেলে জমানো টাকা ফেরত দেওয়া সহ তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন তারা।
এসময় নরসিংদী জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সহ-সভাপতি সেলিম মিয়া, আলম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রুকনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ মেজবাহ উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনু, দপ্তর সম্পাদক রোকন সরকার, প্রচার সম্পাদক ওবায়দুল হক, কার্যকরী সদস্য কামাল মিয়া ও জুয়েল সরকার সহ কয়েক শতাধিক পরিবহন শ্রমিক উপস্থিত ছিলেন।
সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধার কাছে এব্যাপারে জানতে চাইলে তিনি তার উপর আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, একটি কুচক্রী মহল আমাকে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে। বিগত সময়ে তারা আমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে। অবশেষে তারা তদন্ত করে এর কোন সত্যতা পাইনি বলে তদন্ত রিপোর্ট পেশ করে। মামলাটি এখনো চলমান রয়েছে।