চন্দনাইশ যুবলীগের ১ হাজার পরিবারে ইফতার সামগ্রী বিতরণ

এসএম জাকির চন্দনাইশ
চন্দনাইশ উপজেলা যুবলীগের উদ্যোগে নেতাকর্মী ও হতদরিদ্র ১ হাজার
জনগোষ্টির মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন উপজেলা যুবলীগের
আহবায়ক ও দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি মো. তৌহিদুল আলম।
গতকাল ২৬ মার্চ বিকেলে চন্দনাইশ সদরস্থ মহিলা মাদ্রাসা মাঠে
কেন্দ্রীয় যুবলীগের সভাপতি অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ
সম্পাদক মঈনুল হোসেন খান নিখিলের নির্দেশে, স্থানীয় সংসদ সদস্য
আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর পরামর্শে স্বাধীনতা দিবস উপলক্ষে
প্রতিটি ইউনিয়ন যুবলীগের নেতাকর্মী, এলাকার হতদরিদ্র ১ হাজার
পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক যথাক্রমে এএসএম মুছা তছলিম,
মুরিদুল আলম মুরাদ, যুবলীগ নেতা ইয়াছিন আরাফাত চৌধুরী, এড.
মো. ফোরকান, আজিজুর রহমান আরজু, ফোরক আহমদ, মফিজুর রহমান,
আবুল কালাম, আকতারুজ্জামান রবিউল, কৃঞ্চ চক্রবর্তী, আনছারুল হক,
আবদুর রহিম, মিজবাহ উদ্দীন খান ভুট্টো, মোহাম্মদ হোসেন,
মোহাম্মদ সোলাইমান প্রমুখ। প্রতিটি পরিবারে চাল ১৫ কেজি, তেল
১ কেজি, চিনি ১ কেজি, চিড়া ১ কেজি, লবণ ১ কেজি, ডাল ২
কেজি, পেয়াজ ২ কেজি, চনা ৩ কেজি, চাপাতা আধা-কেজি, সাবান
১টি করে দেয়া হয়।