চন্দনাইশ দোহাজারী পৌরসভা নির্বাচন- হাইকোর্টের নির্দেশে প্রার্থীতা ফিরে পেল নোমান বেগ

এসএম জাকির চন্দনাইশ
আগামী ১৭ জুলাই চন্দনাইশ নব-গঠিত দোহাজারী পৌরসভার নির্বাচন। স্বতন্ত্র
মেয়র প্রার্থী নোমান বেগ হাইকোর্টে রিভিউ পিটিশনের মাধ্যমে প্রার্থীতা
ফিরে পেয়েছেন। গতকাল ৬ জুলাই হাইকোর্ট বিভাগে দায়ের করা রিভিউ পিটিশন
শুনানী শেষে প্রার্থীতা ফিরে পেয়েছে বলে জানিয়েছেন, স্বতন্ত্র প্রার্থী বিলুপ্ত
দোহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, যুবলীগ নেতা নোমান বেগ।
গত ১৯ জুন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার প্রথম
নির্বাচনে
মনোনয়ন বাছাইকালে স্বতন্ত্র মেয়র প্রার্থী নোমান বেগের হলফ নামায় তথ্য
গোপন করার কারণে মনোনয়ন ফরম বাতিল করা হয়। তার সাথে আরো ২১ জন
কাউন্সিলরের মনোনয়ন ফরম বাতিল করা হয়েছিল তথ্য গোপন, ঋণ খেলাপী, টিকাদারী
লাইসেন্স হস্তান্তর না করাসহ বিভিন্ন ত্রুটি বিচ্যুতির কারণে। নির্দিষ্ট সময়ের
মধ্যে স্বতন্ত্র মেয়র প্রার্থী নোমান বেগসহ ২২ জনের মধ্যে ২১ জন প্রার্থী
আপিল অথরিটি ও চট্টগ্রাম জেলা প্রসাশক বরাবরে আপিল দায়ের করেন। গত ২৪
জুন আপিল শুনানী শেষে ২১ জনের মধ্যে ২০ জনের আপিল মঞ্জুর করা হলেও স্বতন্ত্র মেয়র
প্রার্থী নোমান বেগের আপিল নামঞ্জুর করে মনোনয়ন বাতিল আদেশ অব্যাহত
রাখেন আপিল অথরিটি। এ আদেশের বিরুদ্ধে নোমান বেগ গত ২৬ জুন
হাইকোর্ট বিভাগে রিভিউ পিটিশন দায়ের করেন। গতকাল ৬ জুলাই রিভিউ
পিটিশনটি শুনানী শেষে আবদুল্লাহ আল নোমান বেগের প্রার্থীতা পদ বৈধ
ঘোষণা করায় নির্বাচনে অংশ গ্রহণ করার সুযোগ পান । এদিকে দোহাজারী
পৌরসভা নির্বাচনে আ’লীগ সমর্থিত নৌকার প্রার্থী, যুবলীগ নেতা
লোকমান হাকিম ও ইসলামী ফ্রন্ট সমর্থিত মোমবাতি প্রতীকের প্রার্থী মো.
জায়নুল আলমসহ মেয়র পদে ৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দিতায় রয়েছেন।