বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে তাওহীদ-ভিত্তিক রাষ্ট্র গঠনে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা ঢাকা অঞ্চলের পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) গঠিত নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত নরসিংদী নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্টিত। নরসিংদীতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার আল্লাহর বিধানেই মানবতার মুক্তি’ নরসিংদী কর্মী সম্মেলনে হেযবুত তওহীদের ইমাম মাধবদীতে ইউপি চেয়ারম্যান মুফতি কাউছার কর্তৃক সাংবাদিক নির্যাতনের বিচার চেয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের নতুন সভাপতি মাখন দাস রোটারী ক্লাব অব মাধবদীর প্রেসিডেন্ট ফজলুল হক ও সেক্রেটারী এমদাদুল হক নির্বাচিত নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা

চন্দনাইশে হীড বাংলাদেশ ৩০২ জনকে ১৩ লক্ষাধিক টাকা বৃত্তি প্রদান করে

নিউজ ফাস্ট বিডি ডটকম / ৫৯২
প্রকাশকাল শনিবার, ৬ মে, ২০২৩

এসএম জাকির চন্দনাইশ

হীড বাংলাদেশ স্বাস্থ্য, শিক্ষা, অর্থনৈতিক 

উন্নয়নে কাজ করে যাচ্ছে 

হীড বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের ৬ উপজেলার ৮ কেন্দ্রের সদস্যদের সন্তানদের 
মধ্যে ২০২২ সালে এসএসসি ও এইচএসসি‘তে জিপিএ-৫ ও ৪ প্রাপ্তদের 
সংবর্ধনা, ক্রেস্ট ও উপবৃত্তি প্রদান অনুষ্টান উপজেলার সুচিয়া এলাকায় 
একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
গতকাল ৬ মে সকালে চট্টগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক এম.এ আজিজের 
সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, থানা অফিসার ইনচার্জ 
আনোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন, যথাক্রমে চন্দনাইশ প্রেস 
ক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন, এনজিও সমন্বয়কারী নুরুল হক 
চৌধুরী। আলোচনায় অংশ নেন, শাখা ব্যবস্থাপক যথাক্রমে জগজিত মন্ডল, 
ইউছুফ জামাল, নারায়ণ চন্দ্র সাহা, হুমায়ুন কবির, বেলাল উদ্দীন, হায়দার 
আলী, আবদুস সালাম, নির্মল সুশীল, অভিভাবক প্রেমানন্দ চৌধুরী, ঝুনু 
শীল, শিক্ষার্থী প্রথমা চৌধুরী, মো. জাকারিয়া, আয়শা ছিদ্দিকা, মো. 
আজগর, মো. পারভেজ উদ্দীন, শান্তনা দাশ, বণিফাস টুডু, কৌশিক 
বডুয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, আঞ্চলিক হিসাব রক্ষক অসিত 
কুন্দা। 
বক্তাগণ বলেন, ১৯৭৪ সালে স্বাস্থ্য, শিক্ষা, অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে 
আত্নমানবতার সেবায় হীড বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। নিবার্হী পরিচালক 
আনোয়ার হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি দারিদ্র 
বিমোচনে দেশে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। প্রতি বছরের ন্যায় এ বছরও 
হীড বাংলাদেশের সদস্যদের ছেলে মেয়েদের মধ্যে যে সকল শিক্ষার্থী গত বছর
এসএসসি ও এইচএসসি‘তে জিপিএ-৫ পেয়েছে তাদেরকে ৫ হাজার, 
জিপিএ-৪ প্রাপ্তদের এককালীন ৪ হাজার টাকা করে বৃত্তি প্রদানের 
পাশাপাশি ক্রেস্ট দিয়ে সম্মননা প্রদান করা হয়। দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, 
চন্দনাইশ, সাতকানিয়া, আনোয়ারা, বাঁশখালী, বোয়ালখালীর ৮ টি 
কেন্দ্রের ৩০২ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ১৩ লক্ষ ৩৯ হাজার টাকা 
এককালীন বিতরণ করা হয়। সে সাথে ডাক্তারী, ইঞ্জিনিয়ারিং বা অন্য কোন
ভালো বিষয়ে শিক্ষার সুযোগ পেলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতি মাসে ৫
হাজার টাকা করে বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তি প্রদান করা হবে বলে ঘোষণা দেয়া
হয়।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর