বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে বেগম খালেদা জিয়া”র মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত। আপনার ত্যাগ ও মহত্ব স্মরণীয় হয়ে থাকবে ,,,,ইলিয়াস আলী ভূইয়া মনোনয়ন জমা দিলেন বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। আওয়ামী লীগ নির্বাচনকে বানচাল করার জন্য হাদিকে নির্মম ভাবে হত্যা করতে চেয়েছিল,,, খায়রুল কবির খোকন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদীতে স্বরাষ্ট্র উপদেষ্টার পুলিশ লাইন ও জেলা কারাগার পরিদর্শন নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান সেলিম-এর জানাযা সম্পন্ন: শোকের সাগরে পরিবার ও শুভানুধ্যায়ীরা চিনিশপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামাতের অফিস উদ্ধোধন। আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

ঘোড়াশালে কাভার্ড ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

নিজস্ব প্রতিবেদক | নিউজ ফাস্ট বিডি ডটকম / ৬৭১
প্রকাশকাল বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

নরসিংদীর টান ঘোড়াশালে কাভার্ড ভ্যান ও যাত্রীবাহি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন সিএনজিতে থাকা আরো ৪ যাত্রী। বৃহস্পতিবার বিকালে পলাশ উপজেলার পাঁচদোনা-টঙ্গি মহাসড়কের টান ঘোড়াশাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একজন হলেন গাজীপুরের কালিগঞ্জ উপজেলার চুয়ারিখোলা গ্রামের সুরেন্দ্র নাথের ছেলে পংকজ নাথ (৪০)। অন্য আরেকজন নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, বিকাল ৪টার দিকে পাঁচদোনা থেকে শিশুসহ ৬ জন যাত্রী নিয়ে সিএনজিটি ঘোড়াশালের দিকে যাচ্ছিল। পাঁচদোনা-টঙ্গি মহাসড়কের টান ঘোড়াশাল এলাকায় পৌঁছালে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় অপরদিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের নীচে চাপা পড়ে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে পংকজ নাথ (৪০) নামে সিএনজির এক যাত্রী নিহত হয়। একই সাথে আহত হয় নারীসহ আরও পাঁচ যাত্রী। পরে আহতদের উদ্ধার করে ঘোড়াশাল ও নরসিংদী সদর হাসপাতালে নিলে সেখানে এক নারী যাত্রীর মৃত্যু হয়। আহতদের মধ্যে ২ জন ঘোড়াশালের একটি বেসরকারি হাসপাতালে ও ২ জন সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। নিহত দুইজনের লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। একজনের পরিচয় পাওয়া গেছে, নিহত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর