বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে তাওহীদ-ভিত্তিক রাষ্ট্র গঠনে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা ঢাকা অঞ্চলের পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) গঠিত নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত নরসিংদী নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্টিত। নরসিংদীতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার আল্লাহর বিধানেই মানবতার মুক্তি’ নরসিংদী কর্মী সম্মেলনে হেযবুত তওহীদের ইমাম মাধবদীতে ইউপি চেয়ারম্যান মুফতি কাউছার কর্তৃক সাংবাদিক নির্যাতনের বিচার চেয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের নতুন সভাপতি মাখন দাস রোটারী ক্লাব অব মাধবদীর প্রেসিডেন্ট ফজলুল হক ও সেক্রেটারী এমদাদুল হক নির্বাচিত নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা

ঘোড়াশালে কাভার্ড ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

নিজস্ব প্রতিবেদক | নিউজ ফাস্ট বিডি ডটকম / ৬৩৪
প্রকাশকাল বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

নরসিংদীর টান ঘোড়াশালে কাভার্ড ভ্যান ও যাত্রীবাহি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন সিএনজিতে থাকা আরো ৪ যাত্রী। বৃহস্পতিবার বিকালে পলাশ উপজেলার পাঁচদোনা-টঙ্গি মহাসড়কের টান ঘোড়াশাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একজন হলেন গাজীপুরের কালিগঞ্জ উপজেলার চুয়ারিখোলা গ্রামের সুরেন্দ্র নাথের ছেলে পংকজ নাথ (৪০)। অন্য আরেকজন নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, বিকাল ৪টার দিকে পাঁচদোনা থেকে শিশুসহ ৬ জন যাত্রী নিয়ে সিএনজিটি ঘোড়াশালের দিকে যাচ্ছিল। পাঁচদোনা-টঙ্গি মহাসড়কের টান ঘোড়াশাল এলাকায় পৌঁছালে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় অপরদিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের নীচে চাপা পড়ে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে পংকজ নাথ (৪০) নামে সিএনজির এক যাত্রী নিহত হয়। একই সাথে আহত হয় নারীসহ আরও পাঁচ যাত্রী। পরে আহতদের উদ্ধার করে ঘোড়াশাল ও নরসিংদী সদর হাসপাতালে নিলে সেখানে এক নারী যাত্রীর মৃত্যু হয়। আহতদের মধ্যে ২ জন ঘোড়াশালের একটি বেসরকারি হাসপাতালে ও ২ জন সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। নিহত দুইজনের লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। একজনের পরিচয় পাওয়া গেছে, নিহত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর