বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে তাওহীদ-ভিত্তিক রাষ্ট্র গঠনে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা ঢাকা অঞ্চলের পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) গঠিত নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত নরসিংদী নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্টিত। নরসিংদীতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার আল্লাহর বিধানেই মানবতার মুক্তি’ নরসিংদী কর্মী সম্মেলনে হেযবুত তওহীদের ইমাম মাধবদীতে ইউপি চেয়ারম্যান মুফতি কাউছার কর্তৃক সাংবাদিক নির্যাতনের বিচার চেয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের নতুন সভাপতি মাখন দাস রোটারী ক্লাব অব মাধবদীর প্রেসিডেন্ট ফজলুল হক ও সেক্রেটারী এমদাদুল হক নির্বাচিত নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা

ওমর ফারুক সভাপতি ও এড, হাসানাতকে সম্পাদক করে নরসিংদী জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা

নিউজ ফাস্ট বিডি ডটকম / ১০৯৬
প্রকাশকাল মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী

মোহাম্মদ ওমর ফারুক মিয়াকে সভাপতি ও এড. মো আবুল হাসনাত মাসুমকে সাধারণ সম্পাদক করে নরসিংদী জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নরসিংদী জেলা পার্টির বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটির ঘোষণা দেয়া হয়।

এর আগে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি’র সুপারিশের ভিত্তিতে
পার্টির চেয়ারম্যান গোলাম মো. কাদের এমপি গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতা বলে ১১১ সদস্য বিশিষ্ট নরসিংদী জেলা কমিটির অনুমোদন দেন।

জানা যায় নরসিংদী জেলার জাতীয় পার্টির কমিটি গঠন উপলক্ষে গত ৩ জুন নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।

নরসিংদী জেলা জাতীয় পার্টির আহবায়ক মো. সফিকুল ইসলাম সফিকের সভাপতিত্বে ও সদস্য সচিব ওমর ফারুক মিয়ার সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মজিবুল হক চুন্নু এমপি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফকরুল ইমাম হোসেন এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, নাজমা আক্তার এমপি, আলমগীর সিকদার লোটন, হাবিবুর রহমান ভূইয়া, মোজাম্মেল হক লাভলু, হেনা খান পন্নি, মোহাম্মদ মনির হোসেন, নেওয়াজ আলী ভূইয়া, আবুল হাসনাত মাসুম, ফররুখ আহমদ প্রমূখ।

সম্মেলনে কমিটি ঘোষণা না দিয়ে ১০দিন পরে ঘোষণা দেয়া হবে বলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সম্মেলনস্থল ত‍্যাগ করেন। যার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার এই কমিটি ঘোষণা দেয়া হয়।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর