বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে তাওহীদ-ভিত্তিক রাষ্ট্র গঠনে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা ঢাকা অঞ্চলের পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) গঠিত নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত নরসিংদী নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্টিত। নরসিংদীতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার আল্লাহর বিধানেই মানবতার মুক্তি’ নরসিংদী কর্মী সম্মেলনে হেযবুত তওহীদের ইমাম মাধবদীতে ইউপি চেয়ারম্যান মুফতি কাউছার কর্তৃক সাংবাদিক নির্যাতনের বিচার চেয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের নতুন সভাপতি মাখন দাস রোটারী ক্লাব অব মাধবদীর প্রেসিডেন্ট ফজলুল হক ও সেক্রেটারী এমদাদুল হক নির্বাচিত নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা

একুশে টেলিভিশনের ২৪তম বর্ষপূর্তি উদযাপন

সফিকুল ইসলাম রিপন | নিউজ ফাস্ট বিডি ডটকম / ১০৬৭
প্রকাশকাল শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩

নরসিংদীতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম বেসরকারি টেরেস্ট্রিয়াল টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের ২৪ তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে নরসিংদী প্রেসক্লাব অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মাখন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর শাহ্, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, সাবেক সাধারণ সম্পাদক এমএ আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক হলধর দাস, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা প্রীতি রঞ্জন সাহা।

এসময় আরো বক্তব্য রাখেন, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল মোহাম্মদ মানিক, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি সুমন রায় ও জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) সফিকুল ইসলাম রিপন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহমুদুল হাসান।

আলোচনা সভা শেষে উপস্থিত সবাইকে নিয়ে একুশে টেলিভিশনের ২৪তম বর্ষপূর্তির কেক কাটা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ আলী বলেন, পথচলার ২৪তম বছর পূর্ণ করেছে দেশের প্রথম বেসরকারি টেরেস্ট্রিয়াল টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন । ১৯৯৯ সালে এর যাত্রা শুরু করে চ্যানেলটি। দীর্ঘ পথপরিক্রমায় একুশে টেলিভিশনের রয়েছে ব্যাপক অর্জন। অত্যন্ত জনপ্রিয় এই চ্যানেলটি দেশে সাড়া জাগাতে সক্ষম হয়েছিল, আমি একুশে টেলিভিশনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর