বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে তাওহীদ-ভিত্তিক রাষ্ট্র গঠনে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা ঢাকা অঞ্চলের পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) গঠিত নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত নরসিংদী নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্টিত। নরসিংদীতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার আল্লাহর বিধানেই মানবতার মুক্তি’ নরসিংদী কর্মী সম্মেলনে হেযবুত তওহীদের ইমাম মাধবদীতে ইউপি চেয়ারম্যান মুফতি কাউছার কর্তৃক সাংবাদিক নির্যাতনের বিচার চেয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের নতুন সভাপতি মাখন দাস রোটারী ক্লাব অব মাধবদীর প্রেসিডেন্ট ফজলুল হক ও সেক্রেটারী এমদাদুল হক নির্বাচিত নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা

‘আমি সুশান্ত নই, মরলে সবাইকে নিয়ে মরব’

নিউজ ফাস্ট বিডি ডটকম / ৬৮৩
প্রকাশকাল বুধবার, ১৫ মার্চ, ২০২৩

টালিউড অভিনেত্রী পায়েল ঘোষ একাধিক হিন্দি ও কন্নড় সিনেমায় অভিনয় করেছেন। সম্প্রতি পায়েল একটি অসমাপ্ত সুইসাইড নোট লিখে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন। এই সুইসাইড নোট চিন্তায় ফেলেছে তার ভক্তদের।

পায়েল ওই নোটে লিখেছেন, ‘আমি পায়েল ঘোষ, যদি আমি আত্মহত্যা করি কিংবা আমার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়, তার জন্য দায়ী থাকবে কে?’ অভিনেত্রী এ ধরনের হেঁয়ালিপূর্ণ লেখা লিখে একটি ছোট্ট চিরকুটের ছবি তুলে পোস্ট করেন। সেটি দেখেই অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ তো তাকে মনোবিদের পরামর্শ নেয়ারও উপদেশ দেন। অভিনেত্রীর এমন পোস্টের সন্ধান পায় মুম্বাই পুলিশ। অভিনেত্রী পরে নিজেই জানান, তার খোঁজখবর নিতে আসে স্থানীয় ওশিওয়ারা থানার পুলিশ।

পায়েল পুনরায় একটি পোস্ট দিয়ে লেখেন, ‘ওশিওয়ারা থানার পুলিশ এসেছিল আমার খোঁজ নিতে। আমার চিকিৎসকের সঙ্গেই কথা বলেছেন। আমি সুশান্ত (সিংহ রাজপুত) নই, মরলে সবাইকে ফাঁসিয়ে মরব।’ অভিনেত্রী এখানে সুশান্ত সিংহ রাজপুতের প্রসঙ্গ টেনে খানিকটা প্রচ্ছন্ন হুমকি দেন। তবে কার বা কাদের উদ্দেশে তার এই পোস্ট, তা জানাননি পায়েল।

অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যুর সময় পায়েল মানসিক স্বাস্থ্য নিয়ে একাধিক মন্তব্য করেছিলেন সংবাদমাধ্যমে। সেই সময়ে তার মুখেই শোনা গিয়েছিল আত্মহত্যা কখনোই কোনো সমস্যার সমাধান নয়। পাশাপাশি অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনায় সংবাদের শিরোনামে উঠে আসেন পায়েল। এবার পায়েলের এই অসমাপ্ত সুইসাইড নোট নতুন করে বেশ কিছু গুঞ্জন তৈরি করছে ইন্ডাস্ট্রিতে।


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর