বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
নরসিংদীতে তাওহীদ-ভিত্তিক রাষ্ট্র গঠনে হেযবুত তাওহীদের মতবিনিময় সভা ঢাকা অঞ্চলের পিস অ্যাম্বাসেডর নেটওয়ার্ক (প্যান) গঠিত নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটে দক্ষতা ও উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত নরসিংদী নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্টিত। নরসিংদীতে কৃষকলীগ নেতা গ্রেপ্তার আল্লাহর বিধানেই মানবতার মুক্তি’ নরসিংদী কর্মী সম্মেলনে হেযবুত তওহীদের ইমাম মাধবদীতে ইউপি চেয়ারম্যান মুফতি কাউছার কর্তৃক সাংবাদিক নির্যাতনের বিচার চেয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের নতুন সভাপতি মাখন দাস রোটারী ক্লাব অব মাধবদীর প্রেসিডেন্ট ফজলুল হক ও সেক্রেটারী এমদাদুল হক নির্বাচিত নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা

আওয়ামী লীগের নেতারা পুকুর চুরি করে নাই, সাগর চুরি করেছে। – খায়রুল কবির খোকন

নিউজ ফাস্ট বিডি ডটকম / ১৬৮
প্রকাশকাল শনিবার, ২৯ মার্চ, ২০২৫

নরসিংদী প্রতিনিধি :
বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামীলীগের নেতারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়নাই তারা বট গাছ হয়ে গিয়েছিলো। তারা পুকুর চুরি করে নাই সাগর চুরি করেছে। দেশের সম্পদ লুট করে নিজেরা বিলাশবহুল জীবনযাপন করেছে। সাধারণ মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয় নাই।

শনিবার(২৯ মার্চ) দুপুরে নরসিংদী সদর উপজেলার সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ মাঠে জেলা ছাত্রদলের উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ কালে এসব কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে দুই সহস্রাধিক সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

এসময় খায়রুল কবির বলেন, দীর্ঘ ১৬ বছর একটি মাফিয়া সরকার ক্ষমতায় ছিলো। সে সময় মানুষের ভোটের অধিকার ছিলো না। আইনের কোন শাসন ছিলোনা। বিচার বিভাগ ছিল পরাধীন। অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, মিথ্যা মমলায় হয়রানিসহ নানা ভাবে দেশে একটা অরাজকতার সৃষ্টিকরে রেখেছিলো বিগত জালিম সরকার। দেশের সম্পদ তারা বিদেশে পাচার করে দিয়েছে। যার কারণে ধনী আরো ধনী হয়েছে গরিব হয়েছে আরো গরিব। ধনী গরিবের বৈষম্য দিনদিন বেড়েই গিয়েছিলো।

তিনি আরো বলেন, হাসিনা বলেছিলো শেখের বেটি পালায় না। কিন্তু তিনি ঠিকই পালিয়ে গিয়েছে। তারা এখনো স্বপ্ন দেখছেন পূণরায় ক্ষমতায় আসার। তারা চায় দেশের মধ্যে একটি গোলমাল সৃষ্টিকরে আগামী নির্বাচনকে পন্ডু করতে। তা আর হবে না। আগামী নির্বাচন হবে অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ। যেখানে ভোটার তার ভোট প্রয়োগের মাধ্যমে পছন্দের প্রার্থীকে সংসদে পাঠাবেন। তারেক রহমান বলেছেন বিএনপি যদি ক্ষমতায় যায় তবে দেশে ধনী গরিবের কোন বৈষম্য থাকবে না।

নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতসহ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সময় থেকে বর্তমান পর্যন্ত সকল নেতৃবৃন্দ


এই পাতার আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর