1. shahinit.mail@gmail.com : admin :
  2. desknewsfast@gmail.com : নিউজ ফাস্ট বিডি : নিউজ ফাস্ট বিডি
  3. somonroy71@gmail.com : নিউজ ফাস্ট বিডি : নিউজ ফাস্ট বিডি
  4. bishwapaul@yahoo.com : নিউজ ফাস্ট বিডি : নিউজ ফাস্ট বিডি
রবিবার, ০৫ মে ২০২৪, ১০:৫১ অপরাহ্ন

সেই ২০০৬ সালের পর…

ডেস্ক রিপোর্ট | নিউজ ফাস্ট বিডি
  • প্রকাশ | বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৪৯৫ পাঠক

ইন্টার মিলানের ড্র হলেই হতো। ইন্টার ড্র-ই করেছে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে পোর্তোর মাঠ থেকে কাল মরিনিও কিংবা সিমেওনে ঘরানার ফুটবলে ০ – ০ ড্র নিয়ে ফিরেছে সিমোনে ইনজাগির দল। তাতে দুই লেগ মিলিয়ে ১-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে ইতালিয়ান ক্লাবটি।

২০১১ সালের পর এই প্রথম কোয়ার্টার ফাইনালে ইন্টার মিলান। এর আগে গত সপ্তাহে এসি মিলানও নিশ্চিত করেছিল কোয়ার্টার ফাইনাল। কাল ইন্টারও উঠে যাওয়ায় নিশ্চিত হলো, ২০০৫/০৬ মৌসুমের পর এই প্রথম এসি মিলান ও ইন্টার মিলান – ইতালিয়ান দুই বিখ্যাত ক্লাবের দুটিই উঠছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে।

পোর্তোর প্লেমেকার ওতাভিও ছিলেন না নিষেধাজ্ঞায়, সেটির প্রভাব পোর্তোর আক্রমণে পড়েছে। প্রথম লেগে ইন্টারের মাঠে ১-০ গোলে হেরে আসা পোর্তো তবু চেষ্টা কম করেনি। ৬৮ শতাংশ বলের দখল, ২১টি শট – সংখ্যাগুলো তা-ই বলে। শেষদিকে ইন্টারের ওপর ঝাঁপিয়ে পড়েও গোল পায়নি, বারেবারে বাধা হয়ে দাঁড়িয়েছে ইন্টারের রক্ষণ, নয়তো গোলকিপার আন্দ্রে ওনানা।

শেষদিকে, ৯২ মিনিটে লাল কার্ড দেখেছেন পোর্তোর ডিফেন্ডার পেপে। তা অবশ্য ম্যাচে কোনো প্রভাব ফেলার মতো ছিল না।

এ পাতার আরো খবর
© All rights reserved © 2023 | Developed By
Theme Customized BY WooHostBD