1. shahinit.mail@gmail.com : admin :
  2. desknewsfast@gmail.com : নিউজ ফাস্ট বিডি : নিউজ ফাস্ট বিডি
  3. somonroy71@gmail.com : নিউজ ফাস্ট বিডি : নিউজ ফাস্ট বিডি
  4. bishwapaul@yahoo.com : নিউজ ফাস্ট বিডি : নিউজ ফাস্ট বিডি
রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:২৬ অপরাহ্ন

নরসিংদীতে সাস এর বসন্ত উৎসব ও বৈজ্ঞানিক সেমিনার

নিজস্ব প্রতিবেদক | নিউজ ফাস্ট বিডি ডটকম
  • প্রকাশ | বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৪ পাঠক

নরসিংদীতে বসন্ত উৎসব ও ‘সার্জারির বিবর্তন : ওপেন মেথড থেকে রোবোটিক মেথড’ বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার করেছে সোসাইটি অব এনস্থেশিওলজিস্ট এন্ড সার্জন (সাস)। বুধবার রাতে নরসিংদীর মা ও শিশু কল্যাণ কেন্দ্র সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাস এর মহাসচিব ডা. অসীম কুমার ভৌমিকের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাস এর সভাপতি প্রফেসর ডা. এস এম মাহবুবুল আলম।

অনুষ্ঠানের শুরুতে বসন্তের গানে গানে বসন্তকে বরণ করে নেন সাস এর চিকিৎসকবৃন্দ। আয়োজন করা হয় র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ ও নৈশভোজের।
এদিকে বৈজ্ঞানিক সেমিনার উপস্থাপন করেন, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক প্রফেসর সুবিনয় কৃষ্ণ পাল। অনুষ্ঠানের সাইন্টিফিক পার্টনার ছিলেন বেক্সিমকো ফার্মা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএমএ নরসিংদীর সাবেক সভাপতি ডা. এটিএম গোলাম দাস্তগীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ডা. হালিমা আক্তার।
এসময় অনুষ্ঠানে নরসিংদীর শতাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন।

এ পাতার আরো খবর
© All rights reserved © 2023 | Developed By
Theme Customized BY WooHostBD